তাছাদ্দুক হোসেন

শরৎ এসে ডাক দিয়েছে
ঝলমলানো ভোরে
উঠ্ তো মেয়ে আর থেকো না
স্বপ্নে গহীন ঘোরে।

হাতটি ধরো বেরিয়ে পড়ি
চুপকে চুপিসারে
শিশির হাওয়ায় করবো খেলা
নামবো নদীর পাড়ে।

সবাই এখন ঘুমিয়ে আছে
আরাম করে খাটে
এইতো সুযোগ বাইরে যাবার
তেপান্তরের মাঠে।

দুই বেণীতে ঝুলিয়ে দেবো
প‍্যাঁজা তুলোর ফিতে
কাশের ফুলে গড়বো মালা
পরিয়ে তোমায় দিতে।

শুভ্র সাদারাজ‍্যে আজি
ভাসবো মেঘের বাগে
আসবো ফিরে ঘরে আবার
আম্মু জাগার আগে।