নগরকান্দায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা
নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় উপজেলা পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিদের সাথে জেলা কোর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।
এ সময় পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা এনএসআইএর যুগ্ম পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান, জেলা ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ, র্যাব ১০ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, জেলা আনসার কমান্ডার নাদিরা ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ফজলুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
(পিবি/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২৩)