‘দ্বিধাদ্বন্দ্ব ভুলে শেখ হাসিনার জন্য কাজ করতে হবে’
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেছেন, সমস্ত রকম দ্বিধাদ্বন্দ্ব ভুলে নৌকা তথা শেখ হাসিনার জন্য কাজ করতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেছেন।শেখ হাসিনা ছাড়া বিকল্প কিছু নাই আমাদের।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ীর পাংশা উপজেলার কসবমাজাইল ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জিল্লুল হাকিম বলেন,গরিব মানুষের জন্য শেখ হাসিনা যেসব সুযোগ সুবিধা দিচ্ছে এর আগে কোন সরকার দেয় নাই।তাই আপনারা শেখ হাসিনার জন্য কাজ করবেন।
তিনি আরও বলেন, আমাদের এলাকার উন্নয়নের জন্য শেখ হাসিনা রাজবাড়ী-ফরিদপুর উন্নয়ন প্রকল্প নামে একটা প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের মধ্যে প্রতিটি গ্রাম অঞ্চলের রাস্তা থেকে শুরু করে বাড়ির রাস্তাও রয়েছে।তাই এগুলো বাস্তবায়নের জন্য আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।
তিনি আরও বলেন, পাকিস্তান আমলে এদেশে ৩ কোটি মানুষ ছিলো, তখন না খেয়ে মানুষ মারা যেতো। এখন ২০ কোটি মানুষ হয়েছে। কেউ আর না খেয়ে মারা যায় না।এসব সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্য।
আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর এদের কৃষি খাতে বিপ্লব হয়েছে।বিএনপির আমলে ৯২ টাকা কেজি ইউরিয়া সার ছিলো! শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেই সার ১৬/১৮ টাকা কেজিতে কৃষক পেয়েছে।এখন আর বিএনপির শাসনামলের মতো কৃষকের বস্তা হাতে সারের দোকানে লাইন দিতে হয় না,চাহিদা অনুযায়ী কৃষক সার কিনতে পারে।
কসবমাজাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুদ্দিন মন্ডল শাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান পিল্টু জোয়াদ্দারের সঞ্চালনায় কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম বুড়ো, পাংশা পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র মো: ওয়াজেদ আলী মন্ডল, পাংশা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আব্দুল ওহাব মন্ডল, জেলা পরিষদের সদস্য গোবিন্দ কুমার কুন্ডু, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন বিশ্বাস, কসবমাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারিয়ার সুফল মাহামুদ সহ প্রমুখ।
(একে/এএস/সেপ্টেম্বর ১৯, ২০২৩)