মহম্মদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে পুকুরে পানিতে ডুবে আবু রায়হান (১) বছর বয়সী এক শিশুর করুন মৃত্যু হয়েছে। সে উপজেলার রাজাপুর ইউনিয়নের গবরনেদা গ্রামের মো. ইমদাদুল মোল্লার কনিষ্ঠ পুত্র।
স্থানীয়রা জানান, আজ সোমবার দুপুরে পরিবারের লোকজন কাজে ব্যস্ত থাকায় শিশুটি অসাবধান বসত বাড়ির পিছনে পুকুরে পানিতে পড়ে। এক পর্যায়ে পরিবারের লোকেরা ওই শিশুটিকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের পরিবারের কাছে দেওয়া হয়েছে।
(বিএস/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২৩)