শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে গাঁজা জব্দ
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযান চালিয়ে আজ শুক্রবার সকাল ৬টার দিকে ৪ কেজি ৯৫০ গ্রাম গাঁজা জব্দ করেছে।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, শুক্রবার ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন শৈলখালীর হিঙ্গলহগঞ্জ নদীর পূর্ব পাশে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নদীর পাড়ে ২ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ তাদের থামার সংকেত দেয়। সন্দেহজনক ব্যক্তিরা কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেরে লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা উক্ত স্থানে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১টি বাজারের ব্যাগে পলি দিয়ে মোড়ানো ০৪ কেজি ৯৫০ গ্রাম গাঁজা জব্দ করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত গাঁজা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তরের করা হয়েছে।
(আরকে/এসপি/জুন ০৯, ২০২৩)