মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য গেল পোল্যান্ডে
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : পদ্মা সেতু চালু হওয়ায় রাজধানী ঢাকা চট্টগ্রামের চেয়ে মোংলার দূরত্ব ৯০ কিলিমিটার কমে যাওয়ায় রপ্তানীকারকরা মোংলা বন্দর দিয়ে এখন ইউরোপসহ বিভিন্ন দেশে গার্মেন্টস পণ্য রপ্তানী করছে।
মঙ্গলবার ( ৬জুন) দুপুর ইউরোপের দেশ পোল্যান্ডের উদ্যেশে গার্মেন্টস পণ্য বোঝাই করে সিঙ্গাপুর পতাকাবাহী সাড়ে ৭ মিটরি ড্রাফটের ‘এমভি মার্কস কিনসজহো’ জাহাজটি মোংলা বন্দরের ৫ নং জেটি ছেড়ে গেছে। জাহাজটিতে ঢাকার ১০টি গার্মেন্টস ফ্যাক্টরীর বাচ্চাদের পোশাক, হেয়ার ব্যান্ড, লেগিংস, ট্রাওজারসহ বিভিন্ন রপ্তানি পণ্য পোল্যান্ডের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আগামী ২২ জুন 'এম ভি মার্কস মোংলা' নামে আরও একটি জাহাজে করে গার্মেন্টস পন্য মোংলা বন্দরের মাধ্যমে বিদেশে রপ্তানি হবে।
মঙ্গলবার দুপুরে মোংলা বন্দর থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে ছেড়ে গেছে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ 'এমভি মার্কস কিনজহো' জাহাজটিতে ঢাকার ফকির নিটওয়ার, এপেক্স লিংগারি, এপেক্স স্পিনিং, নিট কনসার্ন, ফ্লামিংগো ফ্যাশান, অনন্ত গার্মেন্টস, লিবার্টি নিটওয়ার, এ কে এম নিটওয়ার, স্টালিং ডেনিমস, স্টালিং স্টাইলস লিমিটেডসহ ১০টি গার্মেন্টস ফ্যাক্টরির বাচ্চাদের পোশাক, হেয়ার ব্যন্ড, লেগিংস, ট্রাওজারসহ বিভিন্ন প্রকার গার্মেন্টস রপ্তানি পন্য রয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব মো. মাকরুজ্জামন মুন্সি জানান, গত বছরের ২৫ জুন প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধনের পর রাজধানী ঢাকার সাথে মোংলা বন্দরের দূরত্ব কমে দাড়ায় মাত্র ১৭০ কিলোমিটার। সেখানে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের চেয়ে মোংলা বন্দরের দূরত্ব ৯০ কিলো মিটার কমে যায়। মোংলা ঢাকার খুব কাছের বন্দর হয়ে যাওয়ায় বিদেশে গার্মেন্টস পন্য পাঠাতে অর্থ ও সময়ের সাশ্রয় হওয়ার কারণে আগ্রহী হয়ে ওঠেন রপ্তানিকারকরা। এই অবস্থায় পদ্মা সেতু সর্ব সাধারনের জন্য খুলে দেয়ার মাত্র ৩১ দিন পর গত বছরের ২৭ জুলাই মোংলা বন্দর দিয়ে সর্বপ্রথম গার্মেন্টস পন্য বিদেশে রপ্তানি শুরু হয়। পদ্মা সেতু চালু হওয়ায় এখন মোংলা বন্দর দিয়ে ইউরোপসহ বিভিন্ন দেশে গার্মেন্টস পণ্য রপ্তানি দিন দিন বাড়ছে বলেও জানান এই বন্দর কর্মকর্তা।
(এস/এসপি/জুন ০৬, ২০২৩)