বালিয়াকান্দিতে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে মাঠ দিবস
রাজবাড়ি প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধারপুরে ২০২২-২০২৩ অর্থ বছরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ইসলাপুর ইউনিয়নের রাজধারপুর গ্রামে কৃষকদের নিয়ে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিসার মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ গোলাম রাসূল, কারিগরি আলোচক, ফরিদপুর অঞ্চলের তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ, মো. সাখাওয়াত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.আলাউদ্দিন সরদার, মাসুমা আক্তার প্রমুখ।
(এমজি/এসপি/জুন ০৪, ২০২৩)