আসছে সালমার নতুন গান
বিনোদন ডেস্ক : ক্লোজআপ তারকা খ্যাত নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সালমা তার ভক্ত-অনুরাগীদের জন্য আরও একটি গান নিয়ে এসেছেন। ‘ব্যথারই বকুল’ শিরোনামের গানটির কথা লিখেছেন কবি ও গীতিকার ফখরুল হাসান। এর সুর করেছেন রোহান রাজু।
এ গানটির কথা হচ্ছে, ‘তুমি আমার একজীবনে ব্যথারই বকুল/ তোমার আমার প্রেমে ছিল, মস্ত বড় ভুল।’ চমৎকার কথা ও সুরের গানটি ৩ জুন প্রকাশিত হয়েছে। লায়নিক মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে গানটি।
গানটি প্রসঙ্গে গীতিকার ফখরুল হাসান বলেন, সালমার কণ্ঠ ও গায়কীয় আমার বেশ ভালো লাগে। তার জন্য একটি গান লেখা আমার অনেকদিনের স্বপ্ন ছিল। এবার আমার সেই স্বপ্ন সত্যি হলো। সে অসাধারণ গেয়েছেন। গানটি আমার মন ছুঁয়েছে। আশা করছি এটি শ্রোতাদেরও ভালো লাগবে।
অন্যদিকে গানটি সম্পর্কে সালমা বলেন, ‘ব্যথারই বকুল’ শিরোনামের গানটির কথা ও সুর আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি আমার অন্যান্য গানের মতো শ্রোতারা এ গানটিও গ্রহণ করবেন।
(ওএস/এএস/জুন ০৪, ২০২৩)