‘এবারের বাজেটে প্রধানমন্ত্রীর কাছে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে মতামত দেয়া হবে’
বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের কার্যকরি সভাপতি ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেন, যুদ্ধ ও করোনার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এই দ্রব্যমূল্য সহনশীল রাখতে সবধরণের পদক্ষেপ নেয়া উচিৎ। দ্রব্যমূল্য কমানো নিয়ে শ্রমিকরা দাবী তুলেছেন। এবারের বাজেটে প্রধানমন্ত্রীর কাছে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে মতামত দেয়া হবে, কিভাবে এটি নিয়ন্ত্রণে রাখা যায়।
বুধবার (৩১ মে) বেলা ১২টায় মাদারীপুর সদর উপজেলায় চত্তরে উপজেলা মৎস অধিদপ্তরের আয়োজনে কার্ডধারী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে বিভিন্ন উপকরণ বিতরণের সময় শাজাহান খান আরো বলেন, মানুষ আনন্দ-উৎসবে অনেক অর্থ খরচ করছে। এমন কি বিরোধী দল সভা-সমাবেশ ও আন্দোলনের নামে অর্থ খরচ করছে, তাতে মনে হয় না টাকার অভাব আছে। মানুষের হাতে টাকা আছে। মানুষ অর্থনৈতিকভাবে অসচ্ছল, সেটা কিন্তু নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকতা মো. মাইনউদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ওবায়দুর রহমান খান, জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা প্রমুখ।
২০২২-২০২৩ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প গোপালগঞ্জের আওতায় সুবিধাভোগীদের মাঝে বিকল্প কর্মসংস্থান হিসেবে ৬০ জন জেলেদের প্রত্যেককে দুটি করে ছাগল, একটি খোয়ার (ছাগলের ঘর), ছাগলের খাদ্য ও ওষুধ বিতরণ করা হয় এবং ৪০ জন জেলেদের ৫ জনের একটি গ্রুপ করে ৮টি জাল বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
(এএসএ/এসপি/মে ৩১, ২০২৩)