নতুন দুই সিনেমায় চুক্তিবদ্ধ সাইমন সাদিক
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। বর্তমানে ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন তিনি। সম্প্রতি নতুন দুই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেতা। একটি মিজানুর রহমান মিজানের ‘ফ্রিল্যান্সার’, অন্যটি মেহেদী হাসানের ‘শেষ বাজি’।
সোমবার (২৯ মে ) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে সাইমন সাদিক বলেন, এখন দর্শকের রুচি বদলেছে। সেটা মাথায় রেখেই সিনেমার গল্প নির্বাচন করছি। আমার মনে হয় দুটি সিনেমার গল্পই দর্শককে নাড়া দিতে পারবে। জুয়া খেলা দিয়ে একজন মানুষের জীবন কীভাবে শেষ হয়ে যায়, মূলত সেই গল্পেই নির্মিত হবে শেষ বাজি।
‘অন্যদিকে একেবারে ডার্ক-থ্রিলার গল্প নিয়ে ফ্রিল্যান্সার সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে। সম্প্রতি দুবাই গিয়েছিলাম, সেখানেই মিজান ভাইয়ের কাছে গল্পটি শুনি। দেশে আসার পর সিনেমায় চুক্তিবদ্ধ হই।’
‘ফ্রিল্যান্সার’ সিনেমায় সাইমন সাদিকের সঙ্গে আরও দেখা যাবে পারভেজ চৌধুরী আবিরকে। এই দুই নায়কের সঙ্গে থাকবেন নবাগত নায়িকা মেঘলা।
অন্যদিকে ‘শেষ বাজি’ সিনেমায় সাইমন সাদিকের সঙ্গে রয়েছেন রাশেদ মামুন অপু, মাহমুদুল হাসান মিঠু প্রমুখ। চলতি সপ্তাহেই শেষ বাজি সিনেমার শুটিংয়ে যোগ দেবেন সাইমন। কোরবানির ঈদের পর শুরু করবেন ফ্রিল্যান্সার সিনেমার শুটিং।
এদিকে আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে সাইমন সাদিকের ‘লাল শাড়ি’ সিনেমাটি। বন্ধন বিশ্বাসের পরিচালনায় এ ছবির নায়িকা অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি সরকারি অনুদানের সিনেমাটির সহ-প্রযোজকের দায়িত্ব পালন করছেন অপু। লাল শাড়ি সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।
(ওএস/এসপি/মে ২৯, ২০২৩)