কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা
রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙামাটি কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানে ঝুলে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার রাইখালী ইউপি ৩ নং ওয়ার্ডের রিফউজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোঃ তৈয়ব আলী (২৩) রিফউজিপাড়া গ্রামের মৃত মোঃ শরীফ আলী মেয়ে।
নিহত স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরে সিলিং এর সাথে শাড়ি কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনার সংবাদ পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তি পেশায় একজন জীব গাড়ীর ড্রাইভার ছিল।
এ ঘটনায় চন্দ্রঘোনা থানা একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
(আরএম/এএস/মে ১৯, ২০২৩)