নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলালের পক্ষে মোটরসাইকেল শোডাউন করেছেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে এই শোডাউন বের করা হয়। এতে রাণীনগর উপজেলার হাজারো নেতাকর্মী অংশ নেয়। 

শোডাউনটি বের হয়ে উপজেলা সদর, কাশিমপুর, গোনা, কালীগ্রাম, আবাদপুকুর, একডালা, পারইলসহ বিভিন্ন বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দলীয় বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। এছাড়া বিভিন্ন বাজার এলাকায় থেমে থেমে বর্তমান সরকারের আমলের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে জনগনকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শোডাউনে নেতৃত্ব দেন এমপির পুত্র রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, যুগ্ন সম্পাদক গোলাম আকন্দ, প্রচার সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সাবেক যুবলীগ নেতা জামিনুল ইসলাম জনি, উপজেলা অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাজ। এছাড়া উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/এপ্রিল ২৬, ২০২৩)