রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে ইমা খাতুন (১৬)নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে একই গ্রামের মিরাজ মন্ডলের স্ত্রী।

দাবি, ইমাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির সকলে পলাতক। তবে আটক করা হয়েছে ইমার শাশুড়ি মমতাজ বেগমকে।
ইমার বড় ভাই লিটন মোল্লা জানান, তিন বছর আগে ইমা ভালোবেসে বিয়ে করে দক্ষিণপাড়া গ্রামের নেকবার মন্ডলের ছেলে মিরাজকে। কিন্তু এই বিয়ে মিরাজের বাবা-মা কিছুতেই মেনে নেয়নি।

শুক্রবার রাত ১২টার দিকে মিরাজ মোবাইল ফোনে জানায়, ইমা মারা গেছে। তখনই রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে তার বোনের মৃতদেহ দেখতে পান।

তিনি অভিযোগ করেন, ইমা যেখানে আত্মহত্যা করেছে বলে মিরাজের বাড়ির লোকজন দেখিয়েছে। সেখানে আত্মহত্যা করা মোটেও সম্ভব নয়। কারণ, চৌকিতে দাঁড়ালেও ঘরের আড়া ছুঁয়ে যায়। ইমাকে শ্বশুরবাড়ির লোক নির্যাতন করে হত্যা করেছে বলে ধারণা তার।

রাজবাড়ী সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে বলা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত ইমার শাশুড়িকে আটক করেছে। তবে অন্যরা সকলেই পলাতক।



(এসএসসি /এসসি/অক্টোবর২৫,২০১৪)