নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে পিএফজির এক ফলো আপ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

পিচ ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ধামইরহাটের আয়োজনে এ কর্মসূচী পালিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিএফজির সভাপতি ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো.আব্দুর রউফ।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মো. আবু হানিফ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রী মাজেদা বেগম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি দেওয়ান আব্দুল হান্নান, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী মো.আছির উদ্দিন, সাংবাদিক আব্দুল আজিজ, পিএফজির সম্পাদক সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল বাবু, সাংবাদিক হারুন আল রশীদ, এসএম মাসুদুর রহমান, মোতারফ হোসেন মুকুল, যুবলীগ নেতা সেলিম মাহমুদ রাজু, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক মশিউর রহমান, জাতীয় পার্টির নেতা ডা.আমিনুর রহমান, সাবেক ইউপি সদস্য জান্নাতুন ফেরদৌস কবিতা, বিএনপির নারী নেত্রী বেলী খাতুন, বিএনপি নেত্রী সেলিনা আকতার, সাবেক ইউপি সদস্য উম্মে কুলছুম, সাবেক ইউপি সদস্য রামজনম রবিদাস, আদিবাসী নারী নেত্রী ডলি দাস, প্রাক্তন শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ আলী প্রমুখ।

(বিএস/এসপি/মার্চ ১১, ২০২৩)