আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঝরে পড়া শিক্ষার্থী রোধ ও দরিদ্র জনসাধারণের অবস্থার পরিবর্তনের লক্ষে আট দিনের গ্রাম সমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে জেলার উজিরপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বাংলাদেশ লোক প্রশাসনের ৫৭তম ব্যাচের বিভিন্ন পদে কর্মরত ছয়জন বিসিএস ক্যাডার।

সূত্র মতে, ছয়জন প্রশিক্ষনার্থী ক্যাডাররা তৃতীয়দিনে মঙ্গলবার উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদ ও বামরাইল ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম, উজিরপুর বি.এন.খান ডিগ্রি কলেজ, পূর্ব আটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

সকালে নবযোগদানকৃত বিসিএস ক্যাডার সহকারী পুলিশ সুপার মো. সাইফুর রহমান, মাহফুজা আক্তার শিমুল, সহকারী পরিচালক (খাদ্য) মো. রকিবুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লুৎফুন্নাহার লতা, মাহমুদা খাতুন, সহকারী পরিচালক (রেলওয়ে) ইতি জয়ধর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে বিভিন্ন সুপারিশমালা পেশ ও গ্রহণ করেন। ওইদিন দুপুরে তারা উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেনের সাথে সাক্ষাত করেন।

(টিবি/এএস/অক্টোবর ২১, ২০১৪)