দিনাজপুর প্রতিনিধি : জন প্রশাসন মন্ত্রণালয় যুগ্ম সচিবকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) পদে নিয়োগ দেয়ার প্রতিবাদে দিনাজপুরে বিএডিসি’র কর্মকর্তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।

৩ সেপ্টেম্বর আকষ্মিকভাবে জন প্রশাসনের এক যুগ্ম সচিবকে সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) পদে নিয়োগ দেয়ায় বিএডিসিতে কর্মরত কৃষিবিদগণের মাঝে অসন্তোষ ও চরম ক্ষোভের সৃষ্টি হয়। তাৎক্ষনিক ভাবে বিএডিসি কৃষিবিদ সমিতি এর তীব্র প্রতিবাদ করে এ নিয়োগ বাতিলের দাবী জানান।

দাবী আদায় না হওয়া পর্যন্ত বিএডিসি কৃষিবিদ সমিতির ডাকে সকল কর্মকর্তাগণ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি শুরু করছেন। কর্মবিরতির ফলে রবি মৌসুমের বীজ সরবরাহ কার্যক্রমে বিঘœ ঘটায় কৃষকেরা ভোগান্তিতে পড়েছেন। এতে উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

(এটি/এএস/অক্টোবর ১৫, ২০১৪)