প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা থানা পরিদর্শন করেছেন ফরিদপুর পুলিশ সুপার শাহজানান পিপিএম সেবা। ২৭ আগস্ট শনিবার সন্ধ্যা ৭ টার সময় নগরকান্দা থানা পরিদর্শন করেন। এসময় নগরকান্দা থানায় প্রবেশ করলে অফিসার ইনর্চাজ মোঃ হাবিল হোসেনের নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন  নগরকান্দা থানার ওসি (তদন্ত) বিকাশ মন্ডল, এসআই পীযুষ কান্তি দে, এসআই গোলাম কিবরিয়া, এসআই প্রকাশ ঘোষ, এসআই নাজমুল ইসলাম, এসআই আনোয়ার হোসেন, এসআই আকবার, এসআই সিরাজুল ইসলাম, এসআই বশিরউদ্দিন, এএসআই মনিরুজ্জামান, এএসআই আজিজুর রহমান, এএসআই শুকুর আলী, এএসআই সাজাহান মিয়াসহ থানার সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

এ সময় নবাগত পুলিশ সুপার শাহজাহান পিপিএম সেবা জ্যেষ্ঠ সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেন আপনারা জানেন আমি গত ২৪শে তারিখে যোগদান করেছি, যোগদানের পর থেকেই আমি বলে আসছি এই ফরিদপুর জেলা মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমাদের জানা মতে মাদকদ্রব্য কেউ বিক্রয় করবে, তাদেরকে আইনীয়তাইনে কঠোর শাস্তি প্রয়োগ করা হবে , আর যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, সন্ত্রাস করে, রাজনৈতিক নাম করে সন্ত্রাসী কার্যক্রম, কখনোই বরদাস করা হবে না, তাদের অবস্থান হবে জেলখানায় , এছাড়াও সামাজিক, ইভটিজিং বাল্যবিবাহ, সহ বিভিন্ন কার্যক্রম আরো জোরদার করা হবে।

(পিবি/এএস/আগস্ট ২৭, ২০২২)