দিলীপ চন্দ, ফরিদপুর : আগামী ১৭ ই অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ডাক্তার মোঃ গোলাম কবিরের এক সংবাদ সম্মেলন ফরিদপুর প্রেস ক্লাবে আজ শনিবার বেলা ১২ টায় অনুষ্ঠিত হয়।

ফরিদপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল এর সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য পেশ করেন প্রফেসর ডাক্তার মোঃ গোলাম কবির।

তিনি তার লিখিত বক্তব্য তার বিগত দিনের রাজনৈতিক জীবন তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগ ফরিদপুরের সাথে আন্দোলন সংগ্রামে জড়িয়ে এমনকি সরকারি চাকরি করেও স্বাধীনতা চিকিৎসা পরিষদ এর মাধ্যমে ফরিদপুর আওয়ামীলীগ নেতাদের স্বার্থে দীর্ঘ ১৮ বছর আন্দোলন সংগ্রাম ও সমাজসেবক মূলক কাজে জড়িত ছিলাম কিন্তু বর্তমানে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের কোন্দল ও দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগের যে দুর্নাম হচ্ছে আমি তাতে মর্মাহত ও দুঃখিত। আমি চাই জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের আওয়ামী লীগ সন্ত্রাস দুর্নীতি অরাজকতা চাঁদাবাজি টেন্ডারবাজি অসামাজিক সমস্ত কর্মকাণ্ডকে দূরে রেখে আমাদের সোনার বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে বিশ্ব গড়ে উঠুক।

আসন্ন ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন ও বিজয়ী হওয়ার জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/আগস্ট ২৭, ২০২২)