একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের হাটবনগ্রাম বাজারের তিন যুগের পৈত্রিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৯৩ সালের ভূয়া রের্কডমূলে চাচাতো ভাইয়েরা প্রতিপক্ষ ভাই সাইফুল আরিফকে হামলা করে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে উভয় পক্ষই পাংশা থানায় পৃথক লিখিত অভিযোগ দাখিল করেছে বলে থানা সূত্রে জানা গেছে।

হাটবনগ্রাম বাজারের পিয়াজ ব্যবসায়ী সাইফুল আরিফ জানান, হামলাকারিরা পাচভাই সোমবার সকালে দোকানে তাকে একলা পেয়ে মারপিট করে হত্যার হুমকি দেয়। এ সময় পাশের অন্যান্য দোকানদাররা এ গিয়ে আসলে তারা চলে যায়। তবে দোকানদারদের প্রতিরোধে হামলাকারিরা আহত হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাইফুলের বাবা ১৯৮৬ সালে হাটবনগ্রাম বাজারে ২ শতক জায়গা কিনে ব্যবসা শুরু করেন।

পরে ১৯৯৩ সালে এলাকায় ভূমি জরিপ শুরু হলে তিনি সরল বিশ্বাসে তার আপন চাচাতো ভাই আহমদ আলীকে জমির দলিল দিয়ে পাংশায় রের্কডভুক্ত করার জন্য পাঠায়। কিন্তু চতুর আহমদ আলী ওই দুই শতক জমিসহ দোকানঘর নিজের নামে রের্কড করে চুপ থাকেন।

পরে ২০১৫ সালে বিএস রেকর্য করতে গিয়ে এই জালিয়াতি ধরা এবং পরে এ বিষয়ে কোর্টে মামলা হয়, যা এখনো চলমান।

এমতবস্থায় সাইফুলের বাবা গত বছর মারা গেলে প্রতিপক্ষ সাইফুলকে তার পৈত্রিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেদখল করা জন্য নানান ফন্দি করতে থাকে। যার জের হিসেবে সোমবার এ হামলা করে।

এদিকে প্রতপক্ষ নুরুল ইসলাম বলেন, ওই ২ শতক জমি আমি কিনেছি। আমার নামে ১৯৯৩ সালে রের্কড হয়েছে। আমি ২টি দোকান তুলে একটায় নিজে মুদি দোকান করি। তার পিছনে আমার বসত ঘর আছে। অপর একটা দোকান তার চাচাতো ভাই কুদ্দুস মেম্বার এর কাছে ভাড়া দিয়েছিলাম। পরে সে ভূয়া জাল দলিল করে কোর্টে মামলা করে। সে মামালায় মুন্সেফ কোর্ট ও রাজবাড়ী জজ কোর্টে আমি ডিগ্রি পেয়েছি।

এতে কুদ্দুসের ছেলে আরিফ ক্ষিপ্ত হয়ে আমাদের ৫ ভাইয়ের ওপর হামলা করে মারপিট করে আহত করে। এ ঘটনায় তাৎক্ষণিকক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে পাংশা থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(একে/এসপি/জুলাই ১৫, ২০২২)