গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে দুই শিশুর কবর খুড়ে লাশ চুরির চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। ঘটনার পর থেকে এলাকার সাধারণ মানুষের মনে লাশচোর আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ পৌর কবরস্থানে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গোয়ালন্দ পৌরসভার আড়তপট্টি মহল্লার আলমগীর হোসেনের দশ দিন বয়সী মেয়ে ছোঁয়া রোগাক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। পরে গতকাল শুক্রবার দুপুরে তাঁকে গোয়ালন্দ পৌর কবরস্থানে দাফন করা হয়। ওইদিন গভীর রাতে অজ্ঞাত একদল দুর্বৃত্ত কবরস্থানে গিয়ে শিশু ছোঁয়া ও পাশে অবস্থিত অপর এক শিশুর কবর খুঁড়ে তারা লাশ চুরির চেষ্টা চালায়। পরে কোন কারণে সুযোগ না পেয়ে কবরস্থানে লাশ ফেলে দুর্বৃত্তদল পালিয়ে যায়।

আজ শনিবার সকালে এলাকার লোকজন ওই দুই শিশুর কবর খোঁড়া অবস্থায় লাশ দেখতে পায়। বিষয়টি জানাজানির পর এলাকার শত শত মানুষ গোয়ালন্দ পৌর কবরস্থানে গিয়ে ভিড় জমায়। পরে এলাকার লোকজন মৃত ওই দুই শিশুকে পুনরায় কবর দেন। এদিকে মৃত শিশু ছোঁয়ার মামা মুরাদ আল হাসান জানান, এলাকার গুরুত্বপূর্ণ পৌর কবরস্থানটি দীর্ঘদিন যাবত অরক্ষিত হয়ে আছে। এ সুযোগে প্রায়ই সেখানে লাশ চুরির ঘটনা ঘটছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম বলেন, ‘কবর খুঁড়ে দুই শিশুর লাশ চুরির চেষ্টা ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ওই পৌর কবরস্থানে সার্বক্ষণিক ভাবে একজন কেয়ারটেকার নিয়োজিত আছে। তবে কেয়ারটেকার থাকতে কিভাবে এমন ঘটনা ঘটলো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।’

(জিসিপি/এএস/সেপ্টেম্বর ২০, ২০১৪ )