কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রামপুর গ্রামে শারমিন আক্তার সাথী (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীকে দাহ্য পদার্থ নিক্ষেপ করা হয়েছে। শারমিন আক্তার সাথী হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের রামপুর গ্রামের লিটন মিয়ার কন্যা এবং স্থানীয় রামপুর হোসাইনিয়া বালিকা মাদ্রাসার এবতেদিয়া শাখার ৫ম শ্রেণীর ছাত্রী। সাথীর বাবা লিটন  মিয়া জানান, রবিবার সন্ধ্যায় নিজ রান্নাঘরে রান্না করার সময় সাথীর মুখমন্ডলে রমজান মিয়া (১৬) দাহ্য পদার্থ নিক্ষেপ করে। পরে সাথীকে গুরুতর আহতবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা করেছি।

আমাদের বাড়ির পাশের নিজাম উদ্দিনের ছেলে রমজান মিয়া কয়েক মাস যাবৎ আমার মেয়েকে উত্যপ্ত করত। এ নিয়ে বিভিন্ন সময় আমার মেয়ের সাথে রমজানের ঝগড়া হত। আজ সন্ধ্যায় রমজান এ ঘটনাটি ঘটিয়েছে। কিশোরগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: আব্দুল্লাহ আল মামুন বলেন, বাম চোখে পোড়া দাগ দেখা গেছে।

ডাক্তারী পরীক্ষার পর বুঝা যাবে এটা কিসের দাগ। হোসেনপুর থানার ওসি মো: নান্নু মোল্লা এ ঘটনা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাহ্য পদার্থ। তবে এসিড কিনা এখনো বলা যাচ্ছে না। ডাক্তারী পরীক্ষার পরে জানা যাবে।

(পিকেএস/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৪)