পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা থানা পুলিশ গত রবিবার বিকেলে পাংশা কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে মুক্তিপণের দাবিতে একটি ছাত্রাবাসের পরিত্যাক্ত কক্ষে আটকাবস্থা থেকে হুমায়ুন (১৭) নামের এক কলেজ ছাত্রকে উদ্ধারসহ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসাদুল (২০) ও আশরাফুল (১৮) নামের দুই সহোদরকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র হুমায়ন কলেজপাড়া এলাকার একটি মেসে থাকে। গত শনিবার দুর্বৃত্তরা ১লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে তাকে ওই ছাত্রাবাসের পরিত্যক্ত একটি কক্ষে জিম্মি করে রাখে। খবর পেয়ে পাংশা থানা পুলিশ পরদিন রবিবার দুপুরে অভিযান চালিয়ে কলেজপাড়ার ওই মেসে আটকাবস্থা থেকে কলেজ ছাত্র হুমায়ুনকে উদ্ধার করেন এবং ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করেন। ধৃত আসাদুল ও আশরাফুল পাংশা পৌরশহরের নারায়ণপুর গ্রামের বিল্লাল সরদারের ছেলে। অপরদিকে উদ্ধারকৃত কলেজ ছত্র হুমায়ুনের বাড়ি কালুখালী উপজেলার বি-কয়া গ্রামে। তার পিতার নাম হেলাল খান।

এ ঘটনায় ভিকটিমের পিতা হেলাল খান বাদি হয়ে পাংশা থানায় মামলা দায়ের করেছেন।

(এমএইচ/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৪)