নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও ১৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ১৬১ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের হার ১১ দশমিক ৯৮ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট এক লাখ এক হাজার ৪৬৪ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বুধবার রাতে জেলা সিভিল সার্জনের কার্যালয় এসব তথ্য প্রকাশ করেছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৫২৯ জনের করোনা পরীক্ষা করে ১৬৮ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩১ দশমিক ৭৫ শতাংশ। এসময়ে কারও মৃত্যু না হলেও জেলায় মোট ১৪৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন সাত হাজার ৭৪৫ জন।

নতুন শনাক্তদের মধ্যে নোয়াখালী সদরে ৪৭ জন, সূবর্ণচরে চারজন, বেগমগঞ্জে ৪০ জন, সোনাইমুড়িতে ১৫ জন, চাটখিলে ১৪ জন, সেনবাগে ১৩ জন, কোম্পানীগঞ্জে ২১জন ও কবিরহাটে ১৪ জন রয়েছেন।

এ ছাড়া জেলায় আইসোলেশনে চিকিৎসাধীন চার হাজার ২৬৮ জন। এর মধ্যে কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রোগীর সংখ্যা ৫০ জন ও আইসোলেশনে আছেন ২১ জন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, ‌‘আক্রান্তের হার যে মাত্রায় দিন দিন বাড়ছে, তাতে সকলের স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া কোনো বিকল্প নেই।’

(ওএস/এএস/জুলাই ০৮, ২০২১)