ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক হাবিবুর রহমান শাহীন ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন। “ডিজিটাল বাংলাদেশ রুপকল্প-২০২১” বাস্তবায়নে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রামের আওতায় শিক্ষা ক্ষেত্রের বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় এটুআই কর্তৃক জেলা ICT4E শিক্ষক এ্যাম্বাসেডর মনোনীত করা হয়েছে।

এর আগে করোনাকালে অনলাইনে পাঠদান কার্যক্রম সক্রিয়ভাবে পরিচালনায় বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক “বেস্ট অনলাইন পারফর্মার” ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক “শ্রেষ্ঠ আইসিটি শিক্ষক এওয়ার্ড -২০২০” প্রাপ্ত হয়েছেন।

উপজেলা সদর থেকে বেশ দূরে গ্রামের একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করে হাবিবুর রহমান তথ্য প্রযুক্তির খুব একটা সুযোগ সুবিধা না পেয়েও শিক্ষকতার প্রতি ভালোবাসা এবং সরকারের রুপকল্প বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। করোনাকালীন পরিস্থিতে অনলাইন ক্লাস পরিচালনা, ক্লাস পরিচালনায় সহায়তা প্রদান ও সেবামূলক বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস থেকে সম্মাননা প্রদান করা হয়। করোনাকালীন সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সময়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার লক্ষ্যে হাবিবুর রহমান অনলাইলে ক্লাস পরিচালনার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে সক্রিয় রেখেছেন।

সাফল্যের বিষয়ে হাবিবুর রহমান শাহীন জানান, সরকারের রুপকল্প-২০২১ বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। শিক্ষা ক্ষেত্রে আইসিটির ব্যাপক প্রয়োগ করা এবং শিক্ষক বাতায়নে সেরা কনটেন্ট নির্মাতা হওয়ার লক্ষ্যে নিয়মিত কনটেন্ট আপলোড দিয়ে যাচ্ছি।

জেলা অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, হাবিবুর রহমান শাহীনের এ অর্জন বিশেষ করে করোনাকালে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো গতিশীল করবে। এবং অনলাইন শিক্ষা কার্যক্রম শিক্ষাথীদের আরো আকৃষ্ট করবে।

(এন/এসপি/মে ১৯, ২০২১)