গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : পুলিশের হাত থেকে মধু খাঁ নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছে আসামী পক্ষের লোকজন। পরে অনেক চেষ্টা চালিয়েও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মাল্লাপট্টি ব্রীজ এলাকায়।

গোয়ালন্দঘাট থানাপুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোয়ালন্দ পৌরসভার ময়ছের মাতবরপাড়া মহল্লার তাঁরা খাঁর ছেলে মধু খাঁ (২৭)। সে গোয়ালন্দ ঘাট থানার এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। দীর্ঘদিন যাবত পুলিশ তাকে খুঁজছিল। ঘটনারদিন সোমবার বিকেল ৫টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা গোয়ালন্দঘাট থানার এসআই শওকত হোসেন মোটর সাইকেল নিয়ে তিনি গোয়ালন্দ পৌরসভার মাল্লাপট্টি ব্রীজ এলাকায় যান। অপর এসআই বাশার মোল্লা এসময় তার সঙ্গে ছিলেন। তখন ব্রিজের পাশে রাস্তার উপর পলাতক আসামি মধুকে দাঁড়িয়ে থাকতে দেখে ওই দুই পুলিশ অফিসার মধুকে ধরে মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা চালান। এসময় খবর পেয়ে মধুর পরিবারের বেশ কয়েকজন নারীসহ তার লোকজন পৌছে ওই দুই পুলিশ অফিসারকে ঘিরে ফেলে। সঙ্গে সঙ্গে তারা পুলিশের হাত থেকে মধুকে ছিনিয়ে নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছায়। তবে এসময় ছিনতাই হওয়া আসামী মধুসহ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে গোয়ালন্দঘাট থানার ওসি মো. আব্দুল খালেক বলেন, ‘মধু খাঁ এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাকে গ্রেপ্তার করার আগেই এলাকার বেশ কিছু মহিলা সেখানে এসে হট্টগোল বাঁধিয়ে দেয়। এ সুযোগে আসামী মধু দ্রুত পালিয়ে যায়।’

(জিসিপি/এইচআর/আগস্ট ১৯, ২০১৪)