রাজবাড়ী প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 

শুক্রবার ১০টায় জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে সদ্য স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ীÑ২ আসনের সাংসদ জিল্লুল হাকিম এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, জেলা জাসদ সভাপতি আহমেদ নিজাম মন্টু প্রমুখ।

(এইচকে/এটিআর/আগস্ট ১৫, ২০১৪)