গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : আজ বৃহস্পতিবার রাতে গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মানদীতে বিয়ের বরযাত্রী বোঝাই এক ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

দৌলতদিয়া লঞ্চঘাট অফিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে পাটুরিয়াঘাট থেকে এমভি দৌলত নামে যাত্রীবোঝাই একটি লঞ্চ দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে লঞ্চটি মাঝনদী পেরিয়ে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটের কাছাকাছি গিয়ে পৌছায়। এমন সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা বিয়ের বরযাত্রী বোঝাই একটি ট্রলারের সঙ্গে ওই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলারটি সঙ্গে সঙ্গে উল্টে নদীতে ডুবে যায়। পরে ট্রলারের সকল যাত্রী সাঁতরিয়ে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট পন্টুনে গিয়ে ওঠে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) আরিচা অঞ্চলের পোর্ট অফিসার মো. কবির হোসেন বলেন, ‘ঘাটের কাছাকাছি এলাকায় ট্রলার ডুবির ঘটনাটি ঘটেছে। তবে ডুবেযাওয়া ট্রলারের সকল যাত্রী সাঁতরিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন।’ ,

(জিএসপি/অ/আগস্ট ১৪, ২০১৪)