গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারি ফিটনেসবিহিন চার লঞ্চের মালিককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসানের নেতৃত্বে দৌলতদিয়া লঞ্চ ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ফিটনেস বিহিন লঞ্চ সনাক্ত করেন আদালত। পরে অভ্যন্তরীণ নৌযান চলাচল অধ্যাদেশ ১৯৭৬ সালের ৬২ ধারা মোতাবেক লঞ্চ মালিক আবুল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে গতকাল শুক্রবার একই আদালত দৌলতদিয়ায় পৃথক অভিযান চালিয়ে অপর তিন লঞ্চমালিক আরিফ মিয়াকে ২ হাজার, তালেবুর রহমানকে ৫শ ও ফিরোজ হোসেনকে ৫শ টাকা জরিমানা করেন।

রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(জিএইচপি/এটিআর/আগস্ট ০৯, ২০১৪)