ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত উপজেলা প্রশাসনের সহযোগিতায় রবিবার এক র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদের হল রুমে এসিল্যান্ড সাঈদা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, মহিলা বিষয়ক কর্মকর্তা রিক্তা বেগম, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির ভূইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাশিদা বেগম, সাধারণ সম্পাদক মায়া রানী সরকার,সাংবাদিক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

(এন/এসপি/মার্চ ০৮, ২০২০)