মুন্সীগঞ্জে বৃদ্ধের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের পূর্বসমষপুর রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
শ্রীনগর থানার এসআই মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ওএস/এটিআর/আগস্ট ০১, ২০১৪)