E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রেলের ঈদ সার্ভিস শুরু বুধবার

২০২৪ এপ্রিল ০২ ২৩:২৪:৪৩
রেলের ঈদ সার্ভিস শুরু বুধবার

স্টাফ রিপোর্টার : ঈদুল ফিতর উপলক্ষে বুধবার (৩ এপ্রিল) থেকে রেলের ঈদ সার্ভিস শুরু হচ্ছে। ২৪ মার্চ যে সব যাত্রী ৩ এপ্রিলের অগ্রিম টিকিট কেটেছেন তারা বাড়ি ফিরবেন। ৩ থেকে ৯ এপ্রিল পর্যন্ত চলবে এই ঈদ সার্ভিস।

রেলওয়ে সূত্র জানায়, ভোর ৬টায় রাজশাহীগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হবে এবারের ঈদ সার্ভিস।

এদিকে ঈদযাত্রা পরিদর্শনে দুপুর দেড়টায় রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করবেন, যাত্রীদের সঙ্গে মতবিনিময় শেষে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রেলের উদ্যোগ তুলে ধরবেন তিনি।

এদিকে বুধবার থেকে ঈদ ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে রেল। ৩ থেকে ১০ এপ্রিল অনলাইনে ফিরতি টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এবারই প্রথম টিকিট কালোবাজারিবিহীন ঈদযাত্রা শুরু হচ্ছে। এবার টিকিট কালোবাজারির কোনো অভিযোগ পাওয়া যায়নি।

(ওএস/এএস/এপ্রিল ০২, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test