E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আমেরিকা নির্দিষ্ট কোনো দলকে স্যাংশন দিচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৩ সেপ্টেম্বর ২৩ ১৬:৩৯:২২
আমেরিকা নির্দিষ্ট কোনো দলকে স্যাংশন দিচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিসানীতি আমেরিকার নিজস্ব বিষয়। এতে আমাদের হাত নেই। তারা কাকে ভিসা দেবে আর কাকে দেবে না একান্তই তাদের নিজস্ব ব্যাপার। তারা নির্দিষ্ট কোনো দলকে স্যাংশন দিচ্ছে না। যারা নির্বাচনের পরিবেশ বিনষ্ট করবে স্যাংশন তাদের জন্য। এতে আমাদের কিছু বলার নেই।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনসে ইনডোর প্লে গ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আফ্রিকার একটি দেশে গিয়ে বলেছেন- ‘যদি তোমরা উন্নয়ন দেখতে চাও, তবে বাংলাদেশে যাও। শেখ হাসিনাকে ফলো করো।’

বিএনপির আন্দোলনের বিষয়ে তিনি বলেন, নির্বাচন আসলে সবাই আনন্দঘন পরিবেশে মিছিল-মিটিং করে। এটা অস্বাভাবিক কিছু নয়।

এসময় সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test