E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

'বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে'

২০২৩ সেপ্টেম্বর ১৯ ১৪:১৮:০৯
'বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে'

শাহ্ আলম শাহী, দিনাজপুর : বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানের ইনস্টিটিউটে উন্নীত করার প্রত্যয় ঘোষণা করে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, 'দেশে কৃষি বিপ্লব সাধিত হয়েছে। এক সময় দুর্ভিক্ষে না খেয়ে দেশে মানুষ মারা গেলেও এখন  কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। দেশের উৎপাদিত খাদ্যে মানুষ তিন বেলা খাচ্ছে। দেশের
১৭কোটি মানুষের খাদ্য যোগান হচ্ছে।'

মঙ্গলবার (১৯ সেপ্টম্বর) সকালে দিনাজপুরে বাংলাদেশ গম ভুট্টা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি কর্মশালায় তিনি একথা বলেন।

কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক আরো বলেন, 'ধানের পাশাপাশি অন্যান্য ফসলের মধ্যে পুষ্টি জাতীয় ফসল উৎপাদনে গুরুত্ব দিতে হবে । উত্তরে ভুট্টার চাহিদা অনেক বেশি ।আগে ভুট্টা ছিল ৯ লক্ষ মেট্রিক টন এবার উৎপাদন হয়েছে ৬৭ লক্ষ মেট্রিক টন। গমের চাহিদাও বেড়েছে প্রচুর। গম ও ভুট্টা চাষে অধুকায়ন এবং গবেষণায় আমরা কার্যকরী পদক্ষেপ নিয়েছি। উন্নতমানের ল্যাব স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানের ইনস্টিটিউটে উন্নীত করা হবে। দেশের অর্থনীতিতে এই ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, মনোরঞ্জনশীল গোপাল এমপি, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডঃ শেখ মোহাম্মদ বখতিয়ারসহ অন্যরা।

এর আগে মন্ত্রী গ্রিনহাউস গমের ব্লাস্ট রোগ প্রতিরোধই জাত উদ্ভাবনের ফসলের মাঠ পরিদর্শন করেন।

এসময় মন্ত্রী উৎপাদন যে বিপ্লব সাধিত হয়েছে এর জন্য কৃষির সঙ্গে জড়িত কর্মকর্তা বিজ্ঞানী এবং কৃষকদের অবদানের কথা বলেন।

মন্ত্রী পরে দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে 'তেল ফসল ও ধানের উৎপাদন বৃদ্ধিতে করণীয়' শীর্ষক এক কর্মশালায় অংশ নেন।

(এসএস/এএস/সেপ্টেম্বর ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test