E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বকেয়া আদায়ে ইন্টারনেট সেবায় ধীরগতি

২০২৩ নভেম্বর ২৫ ০০:৩৬:২৩
বকেয়া আদায়ে ইন্টারনেট সেবায় ধীরগতি

স্টাফ রিপোর্টার : বকেয়া আদায়ে ব্যান্ডউইথ সেবা ডাউন বা সীমিত করে দিয়েছে সাবমেরিন কেবল কোম্পানি। দেশের ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কোম্পানির কাছ থেকে বকেয়া আদায় করতে এমনটি করা হয়েছে।

২৩ নভেম্বর দিবাগত রাত ১২টার পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) ৫০০ জিবিপিএস (গিগাবিট পার সেকেন্ড) ব্যান্ডউইথ সীমিত করে দেয়।

ব্যান্ডউইথ বন্ধ করে সঙ্গে সঙ্গেই কোম্পানিগুলোকে অবগত করা হয়েছে। এতে দেশের গ্রাহকদের অনেকেই ধীরগতির ইন্টারনেট সেবার মুখোমুখি হয়েছেন।

জানা গেছে, দেশে মোট ৩৪টি আইআইজি প্রতিষ্ঠান আছে। কোম্পানিটি ১৯টি আইআইজি প্রতিষ্ঠানের ব্যান্ডউইথ সীমিত করে দিয়েছে।

এদিকে হঠাৎ করে ব্যান্ডউইথ সীমিত হওয়ায় গ্রাহকরা বিপাকে পড়েছেন। তারা ধীরগতির ইন্টারনেট সমস্যার সম্মুখীন হচ্ছেন।

(ওএস/এএস/নভেম্বর ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test