E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৪

২০২৪ মার্চ ০৪ ১৮:২৫:৩৭
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৪

স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রবিবার (৩ মার্চ) সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার কিং সিটি এলাকার একটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

কিং সিটি পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার সন্ধ্যায় কিং সিটির উত্তর ২ নম্বর সড়কের পাশের একটি বাড়ির বাইরে পার্টি চলছিল। সেসময় হঠাৎ করেই তিনজন ব্যক্তি একটি গাড়ি থেকে নেমে পার্টিতে অংশ নেওয়া লোকজনের উপর গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন প্রাপ্তবয়স্ক পুরুষ নিহত হন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসি পুলিশ। কিন্তু ততক্ষণে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ গুলিবিদ্ধ বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করায়। পলিয়ে যাওয়া হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা খুব গাড় রঙের পোষাক ও মুখোশ পরে ছিলেন, ফলে তাদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে আমরা জোর তৎপরতা চালাচ্ছি। আশা করি, খুব অল্প সময়ের মধ্যেই এ ঘটনায় জড়িত ব্যক্তিরা ধরা পড়বেন।

গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। প্রায় প্রতি মাসেই দেশটির কোনো না কোনো অঙ্গরাজ্যে বন্দুক হামলার খবর পাওয়া যায়। মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে ও নর্থ-ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রকাশিত ডাটাবেইজ অনুসারে, ২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় ৪০০টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে ও সেসব ঘটনায় নারী ও শিশুসহ ১৭১ জন নিহত হয়েছে।

এ বছরের মাত্র ২ মাস পার হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি বন্দুক হামলায় ঘটনা ঘটে গেছে। ৪ জানুয়ারি আইওয়া অঙ্গরাজ্যের পেরি হাইস্কুলে, ১২ ফেব্রুয়ারি নিউইয়র্কের একটি সাবওয়ে স্টেশনে, ১৪ ফেব্রুয়ারি সুপার বোলে জয় পাওয়ার পর জনপ্রিয় ফুটবল দল কানসাস সিটি চিফসের বিজয় মিছিলে, ১৮ ফেব্রুয়ারি মিনেসোটার বার্নসভিলে পুলিশ সদস্যদের উপর বন্দুক হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় ৭ জন নিহত হয়েছে।

বাইডেন প্রশাসন এর আগে কয়েকবার বন্দুকের সহজলভ্যতা নিয়ন্ত্রণে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু প্রতিবারই তার এই সিদ্ধান্ত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনেটিটিভস ও উচ্চকক্ষ সিনেটের রিপাবলিকান আইনপ্রণেতাদের বিরোধের শিকার হয়েছে। বর্তমানে এটি আরও কঠিন, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের একক সংখ্যাগরিষ্ঠতা বিরাজ করছে।

সূত্র: এবিসি নিউজ

(ওএস/এসপি/মার্চ ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test