E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গান শোনাতে অস্ট্রেলিয়ায় যাচ্ছে জলের গান

২০২৪ জুন ০৩ ১৩:২৯:৩৩
গান শোনাতে অস্ট্রেলিয়ায় যাচ্ছে জলের গান

বিনোদন ডেস্ক : এবার গান শোনাতে অস্ট্রেলিয়ায় ছুটে যাচ্ছে ব্যান্ডদল জলের গান। আগামী ২ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে গানের দলটি।

৫ জুলাই অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার চার্লসওয়ার্থ থিয়েট্রেটে প্রথম শো করবে তারা। পরদিন ৬ জুলাই দর্শক-শ্রোতার প্রত্যাশা পূরণে সিডনির হার্স্টভিলের মারানা অডিটোরিয়ামের মঞ্চে উঠবে এ গানের দল।

এই দুই শহর ছাড়াও ভিক্টোরিয়া অঞ্চলের বৃহৎ শহর মেলবোর্ন ও দক্ষিণাঞ্চলের শহর অ্যাডিলেডেও শো করার কথা রয়েছে তাদের।

প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফর নিয়ে জলের গানের কণ্ঠশিল্পী রাহুল আনন্দ বলেন, বেশ কয়েকটি দেশে শো করার সুবাদে বুঝেছি, দেশের গণ্ডি পেরিয়ে ভিন্ন ভূখণ্ডে অবস্থান করলেও প্রবাসীদের বাংলা গানের তৃষ্ণা এতটুকু কমেনি। তাই অতীত অভিজ্ঞতা থেকে আশা করছি, অস্ট্রেলিয়ার বাংলা ভাষাভাষী দর্শক-শ্রোতার কাছে আমাদের গানগুলো সমাদর পাবে। তাদের ডাকে সাড়া দিতেই ৯ সদস্যের দল নিয়ে জলের গান যাচ্ছে অস্ট্রেলিয়ায়।

এদিকে, স্টেজ শো ও টিভি আয়োজনের পাশাপাশি প্রতিমাসে নতুন গানের প্রকাশনা ধরে রেখেছে জলের গান। চলতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে অনলাইনে ‘রঙের গান’ শিরোনামে নতুন একটি গান প্রকাশ করবে দলটি। গানটির কথা লেখার পাশাপাশি সুর করেছেন কনক আদিত্য। সংগীতায়োজন করেছেন শিল্পী রাহুল আনন্দ ও জলের গানের বাকি সদস্যরা।

(ওএস/এএস/জুন ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test