E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ঢাকায় অঞ্জন দত্তের কনসার্ট, সঙ্গে সানি ও কাকতাল

২০২৪ মে ১১ ১২:২৪:১৯
ঢাকায় অঞ্জন দত্তের কনসার্ট, সঙ্গে সানি ও কাকতাল

বিনোদন ডেস্ক : ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’ নামে একটি কনসার্ট হবে ঢাকার এরিনা, পূর্বাচল, ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে শনিবার (১১ মে) সন্ধ্যায়। এতে অঞ্জন দত্তের সঙ্গে আরও গান গাইবে ব্যান্ড কাকতাল ও আহমেদ হাসান সানি।

আশির দশকের শুরুর দিকে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন ভারতীয় শিল্পী অঞ্জন দত্ত। অনেক সিনেমায় তিনি অভিনয় করেছেন। নির্মাতা হিসেবেও মুগ্ধ করেছেন দর্শককে। আর সংগীতশিল্পী হিসেবেও তিনি এপার-ওপার দুই বাংলায় সমান জনপ্রিয়।

এ কনসার্টের আয়োজন করেছে অ্যাসেন, জিকুনিয়ামি এবং আর্কলাইট ইভেন্টস। এর পৃষ্ঠপোষকতায় টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ইয়ুথ এঙ্গেজমেন্ট ও আউটরিচ পার্টনার হিসেবে কনসার্টের সঙ্গে আছে জুনিয়র চেম্বারস ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এর রেগুলার ও ভিআইপি টিকিট সরবরাহ করছে গেট সেট রক।

(ওএস/এএস/মে ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test