E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সাদা সাদা কালা কালা’ পর নতুন গান নিয়ে আসছেন শিবলু

২০২৩ জুন ১০ ১৪:০২:৩৫
‘সাদা সাদা কালা কালা’ পর নতুন গান নিয়ে আসছেন শিবলু

বিনোদন ডেস্ক : গভীর সমুদ্রে চিত্রায়িত মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’। সেই সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি গেয়ে এখন তুমুল জনপ্রিয় আরফান মৃধা শিবলু। শ্রোতাদের কাছে তিনি শিবলু নামে পরিচিত। অভিনয় পাশাপাশি আবারও নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

জানা গেছে, গানটিতে আরফান মৃধার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন বাউলশিল্পী আলেয়া বেগম। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। এই গানে কণ্ঠশিল্পীদের সঙ্গে সেতার ও ম্যান্ডালিনও বাজান তিনি। আজ (১০ জুন) শনিবার সন্ধ্যায় কোক স্টুডিও বাংলার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

নতুন গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে গণমাধ্যমে আরফান মৃধা বলেন, ‘নতুন গানটি একটি রোমান্টিক ফোক গান। এটা মূলত প্রেমের গান। আকুলতার গান। গানটির গীতিকার-সুরকার এমন একজন নিভৃতচারী মানুষ, যিনি নিজের মতো করে মুখে-মুখেই গান বাঁধেন, নিজের মতো করেই আনমনে গেয়ে ওঠেন। আশা রাখছি, এই গানও দর্শক-শ্রোতাদের ঘোরের মধ্যে রাখবে বেশ কিছুদিন।

বর্তমানে ঈদে নতুন নাটকের কাজে ব্যস্ত সময় পার করছেন আরফান মৃধা শিবলু। এর মধ্যে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ‘ফিমেল ’ নাটকের তৃতীয় সিজনে অভিনয় করছেন তিনি।

গল্পে দেখা যাবে, এতিম আকবর চায় কুত্তা মিজানের আগে বিয়ে করতে, অন্যদিকে কুত্তা মিজান চায় এতিম আকবরের আগে বিয়ে করে দেখিয়ে দিতে। তাদের দুজনের প্রতিযোগিতার কারণে ঘটক শিবলু বিপাকে পড়ে যায়।

ব্যাটারি গলিতে ঘটতে থাকে নানা রকম মজার ঘটনা। এরকম একটি গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘ফিমেল ৩’। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বঙ্গ-এর ইউটিউব চ্যানেলে টেলিফিল্মটি মুক্তি পাবে।

(ওএস/এএস/জুন ১০, ২০২৩)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test