শিল্পমন্ত্রীর উষ্মা
বন্ধ সরকারি কারখানায় এখন মাথাভারী প্রশাসন, যারা বসে বসে খাচ্ছে
স্টাফ রিপোর্টার : চিনিকলসহ যেসব সরকারি কল-কারখানা এবং সেগুলোর জমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, সেগুলোতে বিনিয়োগ করতে বেসরকারি খাত সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
তিনি বলেন, ‘আমাদের চিনিকলসহ অনেক প্রতিষ্ঠান বিশাল জায়গা নিয়ে রয়েছে। পঞ্চগড় থেকে শুরু করে অনেক জায়গায় এসব কল-কারখানা আছে, যার অনেকগুলো এখন বন্ধ। মেশিনগুলো পুরোনো হয়ে গেছে, আমরা সেগুলোর আধুনিকায়ন করতে পারিনি। সেখানে এখন মাথাভারী প্রশাসন, যারা বসে বসে খাচ্ছে। এগুলোর উৎপাদন বাড়ানোর জন্য আপনারা নেন। এখানে বিনিয়োগ করুন। আমার দেশের যারা বিনিয়োগকারী আছেন, তাদেরকে আমি স্বাগত জানাই।’
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ‘নবম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো-২০২৩’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস (রিমন) এ প্রদর্শনীর আয়োজক।
শিল্পমন্ত্রী বলেন, ‘এসব কল-কারখানায় বিনিয়োগের জন্য আমরা আপনাদের সব ধরনের সুবিধা দেবো। প্রধানমন্ত্রীও চান দেশি বিনিয়োগকারীরা এসব প্রতিষ্ঠান নেবেন, সেগুলো চালাবেন। এগুলো যেন পড়ে না থাকে।’
খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের অনেক ফল হচ্ছে, অনেক শস্য আছে। আপনারা এগুলো ভালোভাবে প্রক্রিয়াজাত করুন, উন্নত প্রযুক্তির সহায়তা নিন। ইউরোপসহ বিভিন্ন বাজার ধরতে আমাদের সব ধরনের সহায়তা থাকবে। এ খাত অনেক সম্ভাবনাময়, বড় বিনিয়োগগুলো এ খাতে করুন।’
তিনি বলেন, ‘এ সরকার ব্যবসাবান্ধব। আর আপনাদের জন্য শিল্পমন্ত্রণালয় সব সময় খোলা। ট্যারিফসহ সব ধরনের সহায়তা আমরা দেবো। আমাদের রাস্তাঘাট, কার্গো পরিবহনসহ এয়ারপোর্ট উন্নত হচ্ছে। আপনাদের জন্য এগুলো বড় সুযোগ, কাজে লাগান।’
বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন/ ছবি- মাহবুব আলম
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘অনেক সময় ব্যবসায়ীরা হয়রানির শিকার হন। তবে তাদের কোনোরকম অসম্মান করার ইচ্ছে সরকারের নেই। কখনো কখনো অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যায়। তবে প্রকৃত ব্যবসায়ীদের যে চরিত্র রয়েছে সেটা অসাধু ব্যবসায়ীদের থেকে আলাদা। অসাধু কিছু চোরাকারবারি রয়েছেন, যাদের জন্য প্রকৃত ব্যবসায়ীরা অনেক সময় হয়রানির শিকার হন। প্রকৃত ব্যবসায়ীদের আমরা শ্রদ্ধা করি, সম্মান করি।’
এ সময় সার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘গ্যাসের কারণে সারের কিছুটা সংকট হয়েছিল। সেটা এখন থাকবে না। ঘোড়াশাল-পলাশসহ বিভিন্ন সর কারখানা শিগগির চালু করা হচ্ছে। আমরা এখন এগুলো চালু রাখতে পারলে আমাদের সার আমদানির প্রয়োজন হবে না।’
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সভাপতি আনিস উদ দৌলা, মেলা কমিটির চেয়ারপারসন ও প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, বাপার সাধারণ সম্পাদক ইকতাদুল হক, সাবেক সহ-সভাপতি শোয়েব হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যে সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘ইতালি বাংলাদেশকে আরও উন্নত প্রযুক্তির সহায়তা দেবে। আর বাংলাদেশ আরও উন্নতমানের খাবার তৈরি করে ইতালির বাজারে তাদের রপ্তানি বাড়াবে।’
এফবিসিসিআই সভাপতি বলেন, ‘ব্যবসায়ীদের জন্য আরও যুগোপযোগী নীতি প্রয়োজন। কীভাবে তারা আরও স্বচ্ছন্দে ব্যবসা করতে পারে সেটা দেখতে হবে। এখনো ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যবসা করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। সরকারও সে বিষয়গুলো নিয়ে এখন আগের থেকে বেশি কাজ করছেঅ শিগগির এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে বলে আশা করি।’
প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, ‘এ সরকার ব্যবসায়ীদের জন্য আন্তরিক। প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় রপ্তানিতে আমরা ২০ শতাংশ নগদ সহায়তা পাচ্ছি। আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশে এই সুযোগ রয়েছে। আমরা সে সুযোগ কাজে লাগাতে পেরেছি। যে কারণে আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আগামীতে আরও সুন্দরভাবে এগিয়ে যাবে।’
তিনি বলেন, ‘সরকার ব্যবসায়ী ও সরকারের মধ্যে সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্যবসায়ীরাও সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন।’
তিন দিনব্যাপী নবম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে, যা সবার জন্য উন্মুক্ত। এ মেলায় প্রদর্শনী ছাড়াও কারিগরি সেশনে দেশ-বিদেশে এ খাতের সঙ্গ যুক্ত বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। এছাড়া অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সঙ্গ দেশীয় প্রতিষ্ঠানের বিজনেস ম্যাচিং সেশনের ব্যবস্থা থাকছে এ মেলায়।
এ মেলায় ভারত, চীন, জার্মানি, ইতালি, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, স্লোভেনিয়াসহ প্রায় ২০টি দেশের শতাধিক প্রতিষ্ঠান নিজেদের পণ্য এবং সেবা প্রদর্শন করছে। এই মেলার সঙ্গে ১১তম অ্যাগ্রো বাংলাদেশ এক্সপো ২০২৩ এবং ইনডিয়েন্ট এক্সপো ২০২৩ নামে আরও দুটি মেলা অনুষ্ঠিত হবে। ২০১৫ সাল থেকে এসব মেলার আয়োজন করে আসছে বাপা।
(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৩)
পাঠকের মতামত:
- নারায়ণগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে নবনিযুক্ত ডিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সবচেয়ে সৎ রাজনীতিবিদ’
- বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা জোট গড়তে চায় পাকিস্তান
- মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট ২০২৫ অনুষ্ঠিত
- বাগেরহাটে দুই শতাধিক থ্যালাসেমিয়া রোগীকে বিনামূল্যে রক্ত প্রদান, খুশি রোগী ও স্বজনরা
- সোনারগাঁয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব উপলক্ষে মতবিনিময় সভা
- ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ ও সংবিধানে পাঁচ মূলনীতি চায় সংস্কার কমিশন
- ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
- ‘সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে’
- টিউলিপের পদত্যাগে তোপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
- ‘হত্যার বিচার না করতে পারলে আমাদের বাঁচার অধিকার নেই’
- আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক: ঐক্য পরিষদ
- নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন
- পাংশায় ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ
- মহম্মদপুরে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
- সিদ্ধিরগঞ্জে সুতায় ব্যবহৃত কুন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
- পঞ্চগড়ে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা
- বরিশালে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
- ববি’র লাইব্রেরিসহ দুই হলের নাম পরিবর্তন
- ‘সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন’
- বিকনলিংক ফিচারযুক্ত অপো ফোনের দাম কমল
- বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় নছিমন চালক নিহত
- ফুলপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
- গোপালগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের ডিসি অফিস পরিদর্শন
- একমাস পর সর্বনিম্ন সংক্রমণ শনাক্ত ভারতে
- বিএনপি-জামায়াত রাজনীতির বিষ
- ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, একদিনে হাসপাতালে ২৪১ জন
- খাগড়াছড়িতে বাঙ্গালি ছাত্র পরিষদের সড়ক অবরোধ
- মাকে বাঁচাতে জবি শিক্ষার্থীর আকুতি
- ‘পাকিস্তানের আক্রমণ ঐক্যবদ্ধভাবেই প্রতিহত করতে হবে’
- ‘পাকিস্তানের আক্রমণ ঐক্যবদ্ধভাবেই প্রতিহত করতে হবে’
- পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা
- নিউ ইয়র্কে সাকিব আল হাসানের নয়া কৌশলে চাঁদাবাজি
- থানা থেকে আসামি পালানোর ঘটনায় দুই পুলিশ সাময়িক বরখাস্ত
- শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে নানা আয়োজন
- বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা রাষ্ট্রদ্রোহিতার শামিল : কৃষিমন্ত্রী
- তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে
- ইসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে ১০১ আইনজীবীর আবেদন
- জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূতকে ভিসা দেয়া সম্ভব নয় : হোয়াইট হাউজ
- আরও কমল সবজির দাম
- আল জাজিরার প্রতিবেদনে ১৫ বিশিষ্ট নাগরিকের নিন্দা
- জেএমবির ভারপ্রাপ্ত আমির রেজাউল সাতদিনের রিমান্ডে
- 'আমি নিশ্চিত, পিতা মুজিব যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারত না'
- অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত