E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু

হিলি বন্দর দিয়ে আসবে ১৮ হাজার টন পেঁয়াজ 

২০২৩ জুন ০৫ ১৯:০৩:৫১
হিলি বন্দর দিয়ে আসবে ১৮ হাজার টন পেঁয়াজ 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দু’দেশের আমদানি-রপ্তানি কারক, ট্রাক চালক ও শ্রমিকদের আড়াই ঘন্টা বৈঠকের পর আজ সোমবার বিকেল থেকে আবারো স্বাভাবিক হয়েছে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।

এদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১৮ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে সাত আমদানিকারক।

সহকর্মীকে মারধরের প্রতিবাদে দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে রোববার সকাল থেকে পণ্য পরিবহন বন্ধ রাখে ভারতীয় ট্রাকচালকরা। এতে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। শনিবার বিকেলে হিলি পানামা পোর্টের ভেতর থেকে ভারতীয় এক ট্রাক চালক ট্রাক নিয়ে বের হওয়ার সময় বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে বাগবিতন্ডায় জোড়ায়। পরে তাকে মারধর করেন বাংলাদেশি শ্রমিকরা। এ ঘটনায় রোববার (৪ জুন) সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ করে দেয় ভারতীয় ট্রাক চালক ও শ্রমিকরা। বাংলাদেশে প্রবেশের বিষয়ে ভারতীয় ট্রাক চালক ও শ্রমিকরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করণ,ভালোভাবে থাকা-খাওয়া ও চলাফেরা সহ ৮ দফা দাবী পেশ করে। অন্যদিকে মাদক নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা, পোর্টেও মধ্যেবি অবস্থান সহ ৬ দফা দাবী দেয় বাংলাদেশ পোর্ট শ্রমিকরা।

এ নিয়ে বাংলাদেশ ও ভারত- দু’দেশের আমদানি-রপ্তানি কারক,ট্রাক চালক ও শ্রমিকদের নিয়ে হিলি শূণ্য রেখোয় ( জিরো পয়েন্ট) আজ দুপুর একটায় বৈঠক বসে। বৈঠক চলে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত। বৈঠকে ভারতীয় ট্রাকচালক ও শ্রমিকদের ভালো থাকা-খাওয়ার ব্যবস্থা ও মাঝ মাঝে পোর্ট এর বাইরেও চলা ফেরার দাবি মেনে নেয়া হয়। তবে কোন প্রকার মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশ করা যাবেনা বলেও বাংলাদেশ পোর্ট শ্রমিকদেও দারিও তারা মেনে নেয়। ফলে বিকেল পৌনে ৪ টা থেকে আবারো স্বাভাবিক হয়েছে,হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।

আড়াই ঘন্টা বৈঠকের বালাদেশস্থ হিলি স্থলবন্দরের সিএনএফ-আমদানি-রপ্তানিকারক, পানামা পোর্ট কর্তৃপক্ষ, শ্রমিক ইউনিয়ন, ট্রুাক মালিক প্রুপের ৩০ সদস্য প্রতিনিধি দল এবং ভারতের রপ্তানিকারক গ্রুপ, বন্দর কর্তৃপক্ষ, ট্রাক মালিক ও শ্রমিক ইউনিয়নের ৩০ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বাংলাদেশ আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন, সিএএফ সভাপতি আব্দুর রহমান রিপন ও বাংলাদেশ পোর্ট ট্রাক মালিক গ্রুপের সভাপতি শাহীনুর ইসলাম শাহীন, ভারতের রপ্তানিকারক গ্রুপের সভাপতি অশোক জোয়াদ্দার, সহ-সভাপতি আলা নন্দন, ট্রাক শ্রমিক সখাপতি দুলাল, ট্রাক মালিক এসোশিয়েশন সভাপতি রানাসহ অন্যান্যরা বৈফকের নেতৃত্ব দেন।

এদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১৮ হাজার টন পেঁয়াজ আমদানি অনুমতি পেয়েছে সাত আমদানিকারক। সোমবার (৫ জুন) দুপুরে স্থলবন্দরের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হিলি থেকে বেশ কয়েকজন ব্যবসায়ী পেঁয়াজ আমদানির জন্য কৃষি মন্ত্রণালয়ের খামার বাড়িতে আবেদন করেন। এরমধ্যে এখন পর্যন্ত সাত ব্যবসায়ী ১৮ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছেন। এখন পেঁয়াজ আমদানির করতে কোনো বাধা নেই।

(এস/এসপি/জুন ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test