E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আগামী মৌসুমে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে চান আনচেলত্তি

২০২৪ জুন ০২ ১৩:৩১:৩৯
আগামী মৌসুমে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে চান আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক : বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম ইউরোপেসেরার মুকুট জিতেছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের হয়ে কোচ কার্লো আনচেলত্তির তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এটি।

ইতালিয়ান এই কোচের স্বপ্ন স্প্যানিশ জায়ান্টদের হয়ে আগামী মৌসুমেও শিরোপা জেতার। এবারের চ্যাম্পিয়ন্স লিগে কঠিন পথ পাড়ি দিয়েই এসেছে রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি ও সেমিফাইনালে তারা হারিয়েছে বায়ার্ন মিউনিখকে। ফাইনালেও প্রত্যাশার চেয়ে কঠিন সময় পাড় করতে হয়েছে বলে ম্যাচের পর জানিয়েছেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি।

কোচ হিসেবে অবশ্য আনচেলত্তির পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এটি। ২০১৩-১৪ মৌসুম লস ব্লাঙ্কোসদের হয়ে প্রথম ইউরোপসেরার মুকুট জিতেছিলেন আনচেলত্তি। দ্বিতীয় দফায় কোচিংয়ে ফিরে ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার জিতলেন ততৃীয় শিরোপা। এর আগে ২০০২-০৩ এবং ২০০৬-০৭ মৌসুমে এসি মিলানের হয়ে মুকুট স্পর্শ করেছিলেন।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘আমি কখনোই অভ্যস্ত হয়ে উঠতে পারিনি। কারণ এটা কঠিন, প্রত্যাশার চেয়েও বেশি কঠিন ছিল। প্রথমার্ধে আমরা কিছুটা অলস ছিলাম। বল হারাচ্ছিলাম, তারাও যেভাবে চাচ্ছিল খেলতে পারছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা ভালো ও বেশি ভারসম্যপূর্ণ দল ছিলাম, বলও কম হারিয়েছি। ’

‘এটা একটা স্বপ্নের ছুটে চলা। আমি জানি না আজকে রাতে কী হবে, কিন্তু আমরা ঘুমাচ্ছি না। স্বপ্নের মতো মনে হচ্ছে কিন্তু এটাই এখন বাস্তবতা। নিশ্চিতভাবেই অনেক খুশি। ফাইনাল সবসময় এমনই হয় (ভালো ও খারাপের মিশেল থাকে)। দুর্দান্ত একটা মৌসুম কেটেছে আর আমরা সত্যিই অনেক খুশি যে আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পেরেছি। আগামী মৌসুমেও রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। ’

লস ব্লাঙ্কোসদের শিরোপা জয়ের রাতে কেমন উদযাপন হবে তা জানা নেই ইতালিয়ান কোচের। তবে ঘুমাতে যাচ্ছেন না এটা নিশ্চিত আনচেলত্তি। বলেছেন, ‘আমি জানি না আমরা কি করতে যাচ্ছি। তবে এটা নিশ্চিত, আমরা ঘুমাতে যাচ্ছি না। ’

(ওএস/এএস/জুন ০২, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test