E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন তানজিম সাকিব

২০২৩ সেপ্টেম্বর ১৯ ১৭:১৯:১০
বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন তানজিম সাকিব

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে ভারতকে হারানোর অন্যতম নায়ক তানজিম হাসান সাকিবের প্রায় এক বছর আগে ফেসবুকে দেওয়া পোস্ট ভাইরাল হয়। ভাইরাল ওই পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়। পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া সৃষ্টি করে। নানা জায়গা থেকে নারীবাদীরা তানজিম সাকিবের বিপক্ষে ক্ষোভও জানাতে থাকে।

ভাইরাল হওয়া ওই বিতর্কিত পোস্টের বিষয়ে অবশেষে বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস মিডিয়াকে জানিয়েছেন এ তথ্য।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ মিডিয়ার মুখোমুখি হন জালাল ইউনুস। সেখানেই সাংবাদিকরা তানজিম সাকিবের বিতর্কিত পোস্ট সম্পর্কে জিজ্ঞাসা করেন তাকে।

জবাবে জালাল বলেন, ‘আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে তানজিমের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে, ওর সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া বিভাগ থেকেও যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা বিষয়টি অবগত করেছি। যেসব পোস্ট তার ফেসবুকে এসেছে…তার বক্তব্য হচ্ছে, কাউকে আঘাত করার জন্য এই পোস্ট দেওয়া নয়। সে যে পোস্ট দিয়েছে, তা নিজে থেকে দিয়েছে। কাউকে উদ্দেশ্য করে, কিছু টার্গেট করে পোস্ট দেওয়া হয়নি। এটা দেওয়ার কারণে যদি কারও আঘাত লেগে থাকে, তাহলে সেটার জন্য সরি (দুঃখিত)।’

কর্মজীবী নারীদের নিয়ে দেওয়া তানজিমের পুরোনো পোস্টটাই বেশি আলোচিত হচ্ছে। কর্মজীবী নারীরাই এর প্রতিবাদ করছেন বেশি। অনেকেই শাস্তির দাবি জানিয়েছেন। এমনকি কেউ কেউ আইসিসির কোড অব কন্ডাক্টেরও দোহাই দিচ্ছেন। এনিয়ে জালাল ইউনুস বলেন, ‘সে (তানজিম) মনে করে… একটা কথা এসেছে নারীর ব্যাপারে, সে বলেছে এটার দায়দায়িত্ব সে নিচ্ছে। এটা পুরোটাই সে ডিনাই (অস্বীকার) করেছে। সে বলেছে, তার মা একজন নারী। সুতরাং সে কোনোদিনই নারীবিদ্বেষী হতে পারে না। এটাই হচ্ছে তার বক্তব্য। আমরা তাকে বলেছি, ভবিষ্যতে সতর্ক থাকার জন্য। ভবিষ্যতে যদি কোনো পোস্ট দিয়ে থাকে, সেটা ক্রিকেট বোর্ড থেকে পর্যবেক্ষণ করা হবে।’

জালাল ইউনুস মনে করেন, তানজিম সাকিব ভুল করেছে। এটার জন্যই সে ‘দঃখ’ প্রকাশ করেছে। তিনি বলেন, ‘ভুল করেছে। সেটার জন্য সে বলেছে, “আমি দুঃখিত”। যে পোস্টগুলো দিয়েছে, আমরা তার সঙ্গে কথা বলেছি। যেন ভবিষ্যতে এ ধরনের কোনো পোস্ট না দেওয়া হয়। এ ধরনের পোস্ট দেওয়া থেকে বিরত থাকবে। সে একটা বড় কথা বলেছে, সে নারীবিদ্বেষী নয়। তার কথা- আমার মা-ই তো একজন নারী। আমি কীভাবে নারীবিদ্বেষী হতে পারি।’

তানজিম প্রকাশ্যে ক্ষমা চাইবেন কি না- এ নিয়ে প্রশ্ন উঠেছে। জালাল ইউনুস বলেন, ‘ক্ষমা সে আমাদের কাছে চেয়েছে। প্রকাশ্যে করার কথা বলা হয়নি। ক্ষমা আমাদের কাছে চেয়েছে। যদি থাকে (প্রকাশ্যে ক্ষমা চাওয়ার মত) ওই রকম কোনো সমস্যা, তাহলে আমরা অবশ্যই তাকে সেই সহায়তা করব।’

তানজিমের চিন্তা-ভাবনার বিষয়েও এখন থেকে নজরে রাখবে বিসিবি। মূলত জালাল ইউনুসের কাছে প্রশ্ন উঠেছে, তানজিম কোন ধ্যান-ধারণার অনুসারী? জালাল বলেন, ‘অবশ্যই গুরুত্বপূর্ণ। সেদিকে আমাদের নজর আছে। আমরা পর্যবেক্ষণ করব তাকে। অবশ্যই পর্যবেক্ষণ করব। এই মুহূর্তে সে যেটা বলেছে, তার পরিবারও খুবই শঙ্কিত এ ব্যাপারে। তারাও এ ধরনের একটা পরিস্থিতি হবে, আশা করেনি। তারাও দুঃখ প্রকাশ করেছে। যেহেতু সামনে বিশ্বকাপ আছে, একটা তরুণ ছেলে এবং বয়স কম আপনারা জানেন। তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের কোনো পোস্ট না দেওয়া হয়। আমরা খেয়াল করি, দেখি, পর্যবেক্ষণ করি। যদি কিছু থাকে, তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেব।’

শুধু তার সামাজিক কার্যক্রম নজরে রাখাই নয়, তানজিম সাকিব কাদের সঙ্গে মেশেন, ওঠা-বসা করেন, সে দিকেও নজর রাখবে বিসিবি। জালাল ইউনুস বলেন, ‘সে কারও সঙ্গে মেশে না। সে যা (পোস্ট) দিয়েছে, নিজে থেকে দিয়েছে। যদি ভবিষ্যতে কোনো কার্যক্রম থাকে, আমরা বলেছি আমরা পর্যবেক্ষণ করব।’

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test