E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মোঃ সিরাজ আল মাসুদ’র কবিতা

২০২৩ সেপ্টেম্বর ১৩ ১৯:৪৮:৫৭
মোঃ সিরাজ আল মাসুদ’র কবিতা








 

দেয়ালের ওপাশ থেকে...

অনেক দিন পর
জেনে বুঝে কনডম পরলাম -
না, যৌনাঙ্গে না
মনে!
যা অদৃশ্য শক্তি হিসেবে যুদ্ধ করবে
পরিচিত, অর্ধ পরিচিতদের সাথে
নিয়মিত সম্পর্ক থেকে আমাকে টেনে নেবে বহুদূর অব্দি

(কনডমকে আমি খোলস মনে করি
যদি শুধু মাত্র জন্ম নিরোধক মনে করে
আমাকে অযাচিত ভাবে তিরস্কার করেন
তাহলে জানবো -
' মোল্লার দৌড় মসজিদ অব্দি')

'কনডম'- শব্দটির অনেক জোর আছে!
এজন্যই এই শব্দটি চয়নে আমি স্বাচ্ছন্দ্য বোধ করলাম।

এবার ভাবুনতো!

যে চোখ
যে শরীর
যে ফুল
আমার নেড়েচেড়ে
প্রকাশ্যে গোপনে
একটু একটু করে ছুঁয়ে ছুঁয়ে এতোদিন পার হলো
কত বসন্ত
কত কাল
এরই মাঝে দেয়াল তুলে দেওয়া কত বড় যুদ্ধের সমান
আমার মনে হয় এটা পানি পথের যুদ্ধের চেয়েও বড় যুদ্ধ

যুগ পাল্টেছে
আমিও এ যুগের তাই তাল মিলিয়ে চলার
প্রচেষ্টা

আমার চারপাশ
চারপাশের সবাই
যদি দিনরাত পাল্টে যাবার জন্য এতো আয়োজন করতে পারে
সেক্ষেত্রে আমার এ প্রচেষ্টা হয়তো অতি ক্ষুদ্র

প্রশান্তি এটাই যে
আমিও তাদের সামিল হতে পারবো নতুবা পেরেছি

আমার কাছে প্রত্যুষে ঝলমলে সূর্য আর সাঁঝেরবাতি একই
কাউকে নিভিয়ে দেবার ইচ্ছে বা শক্তি আমার নেই
তবে সাঁঝেরবাতি এক টুকরো আলোকে আমি মুহূর্তেই নিকষ কালো অন্ধকারে রুপ দিতে জানি
এটাই আমার সীমাবদ্ধ ক্ষমতা।

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test