E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাই ন্যাশনাল পার্কে বিরল প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত

২০২৪ জুন ০৩ ২০:২৫:০১
কাপ্তাই ন্যাশনাল পার্কে বিরল প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত

রিপন মারমা, রাঙ্গামাটি : কাপ্তাই ন্যাশনাল পার্কে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায়  একটি লজ্জাবতী বানর অবমুক্ত করেছে বন বিভাগ। বিরল প্রজাতির লজ্জাবতী বানরটিকে  ৩ জুন সকাল সাড়ে ১০ টায় রাঙামাটি সদর উপজেলার কাটাছড়ি নতুনপাড়া এলাকা থেকে বন বিভাগের কর্মীরা উদ্ধার করেন।

জানা গেছে উদ্ধার হওয়া বানরটিকে কাপ্তাই ন্যাশন্যাল পার্কে অবমুক্ত করার জন্য নিদের্শনা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও মো. জাহিদুর রহমান মিয়া।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী তিনি জানান, এক সময় পার্বত্য চট্টগ্রামে প্রচুর লজ্জাবতী বানর দেখা গেলেও বর্তমানে এই বানরের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। বনজঙ্গলে সাধারণ মানুষের আনাগোনা বৃদ্ধি এবং বনে উপযোগী খাবার না পেয়ে এসব প্রাণী প্রায় সময় লোকালয়ে চলে আসে। আবার অনেক মানুষ বিভিন্ন ফাঁদ পেতে বানর ধরে। তিনি লজ্জাবতী বানরসহ যে কোন ধরণের বন্য প্রাণী না ধরার জন্য এবং এসব প্রাণীর কোন ক্ষতি হয় এমন আচরণ না করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।

অবমুক্তের সময় কাপ্তাইয়ে গণমাধ্যমকর্মীসহ বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

(আরএম/এএস/জুন ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test