E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

২০২৪ জুন ০৩ ২০:১৫:৫৩
শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

শেখ ইমন, শৈলকুপা : ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ১২ নম্বর নিত্যানন্দনপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিত্যানন্দপুর ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান মফিজ বিশ্বাস ও সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ফারুক সমর্থক আব্দুর রশিদ বিজয়ী চেয়ারম্যান প্রাথী মোটরসাইকেল মার্কার মোস্তফা আরিফ রেজা মন্নুর পক্ষে ও মফিজ বিশ্বাস সমর্থক কোবাদ বিশ্বাস পরাজিত চেয়ারম্যান প্রার্থী দোয়াত কলম মার্কার শামীম হোসেন মোল্যার পক্ষে অবস্থান নেন। এ নিয়ে বাগুটিয়া গ্রামে ভোট-পরবর্তীকালে উত্তেজনা বিরাজ করছিল। এ উত্তেজনার অংশ হিসেবে সোমবার দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে কোবাদ বিশ্বাস ও আব্দুর রশিদ সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এক পর্যায়ে তা পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অসহায়ের মত নীরব দর্শকের ভূমিকা পালন করেন করেন তারা। পরে শৈলকুপা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে খয়বর বিশ্বাস, বাবুল বিশ্বাস, মতিয়ার রহমান, রাজন হোসেন, মিটুল হোসেন, রজব আলী, আজিজুল ইসলামসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফারুক বিশ্বাস বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকে বাগুটিয়া গ্রামে বর্তমান ইউপি চেয়ারম্যান মফিজ বিশ্বাস তার সমর্থকদের দিয়ে গ্রামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছে। এ সংঘর্ষ তারই অংশ।’

সংঘর্ষের বিষয়ে মফিজ বিশ্বাস বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকে সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক বিশ্বাসের বাগুটিয়া গ্রামের সমর্থকরা আমার সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে প্রতিনিয়ত। এ ঘটনায় আমার সমর্থকরা বসে বসে মার খেতে পারে না। তাই তারা প্রতিরোধ করেছে।’

শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধূরী বলেন, ‘বাগুটিয়া গ্রামে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শামীম হোসেন মোল্যা।

(আইএস/এএস/জুন ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test