E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফরিদপুরে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার

২০২৪ জুন ০৩ ১৯:৪৩:৪৭
ফরিদপুরে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান , মন্ত্রণালয়ের নির্দেশনায় ফরিদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিদেশ গমনেচ্ছু কর্মীদের প্রশিক্ষণ ও সরকারি ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, ‘বিদেশে যাওয়ার জন্য সরকার অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে। সরকারি এতো সুযোগ-সুবিধার থাকতে মানুষ কেন দালালদের খপ্পড়ে পড়ে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে, সে বিষয়ে আমাদের ভাবতে হবে।’

সেমিনারটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়াছিন কবির।

তিনি বলেন, সরকারি সুযোগ সুবিধার বার্তা আমরা বিদেশগামীদের কাছে পৌছে দিতে খুব একটা সক্ষম হচ্ছি না। ফলে আমাদের সন্তানেরা প্রতারিত হচ্ছে , দালালদের খপ্পড়ে পড়ছে, নৌকায় করে ভুমধ্যসাগর পাড় হতে গিয়ে ডুবে মারা যাচ্ছে।

‘এসবের দায় আমরা এড়াতে পারি না’-মন্তব্য করে মো. ইয়াছিন কবির বলেন, প্রবাসী কল্যাণ জনশক্তি মন্ত্রণালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার পর্যন্ত সকলেরই এ অবৈধ অভিবাসন রোধে ভুমিকা রাখতে হবে। পাশাপাশি সরকারি সুযোগ সুবিধা বাধাহীন ও নিরবিচ্ছিন্ন করতে হবে, তবেই অবৈধ ভাবে বিদেশ যাওয়ার প্রবণতা কমে আসবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর সদরের সহকারি কমিশনার (ভুমি) মো. সম্রাট হোসেন, ফরিদপুর টিটিসির অধ্যক্ষ মো. আকতারুজ্জামান, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবাসী কল্যাণ শাখার সহকারি কমিশনার নাজমুন্নাহার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, নারীনেত্রী আসমা আক্তার প্রমুখ।

সেমিনারটিতে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন ফরিদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হারুন অর রশীদ।

‘দক্ষ হয়ে বিদেশে যাবো সরকারি ভাবে বিদেশে যাবো’- এ বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান বক্তারা। অন্যথায় মানুষ প্রতারিত হতেই থাকবে বলে মন্তব্য করেন তারা।

সেমিনারে ১৯৭৬ সাল থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত প্রায় তিন লক্ষ নারী-পুরুষ ফরিদপুর থেকে সরকারিভাবে বিদেশে গিয়েছে বলে জানানো হয়।

(আরআর/এএস/জুন ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test