E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে মাছ ধরার চেষ্টা, ট্রলারসহ ১২ জেলে আটক

২০২৪ জুন ০৩ ১৯:০২:০৩
সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে মাছ ধরার চেষ্টা, ট্রলারসহ ১২ জেলে আটক

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : ঘূর্ণিঝড় রেমেলের তান্ডবে ক্ষতবিক্ষত সুন্দরবন ঘুরে দাঁড়াতে  বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত পর্যটকসহ জেলে-বনজীবীদের তিন মাসের নিষেধাজ্ঞার সোমবার ভোরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদী থেকে একটি ফিশিং ট্রলারসহ ১২ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। আটক এসব জেলেদের কাছ থেকে একটি ফিশিং ট্রলারসহ বিপুল পরিমান মাছ ধরা জাল, জ্বালানী তেলসহ রসদ সামগ্রী উদ্ধার করা হয়েছে। শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান এতথ্য নিশ্চিত করেছেন।

আটক জেলেরা হলেন, বাগেরহাটের শণখোলা উপজেলার উল্টর রাজাপুর গ্রামে রিয়াজ হাওলাদার (২৮), সাকিব মীর (২৩), শামীম মীর ((১৮), তামিম খান (১৮), বাবুল গাজী (২৮), লাভলু গগাজী (৩০), আরিফ তালুকদার (২৩), বাদল কান (৪৫), মাছুম শরীফ (৩০), আশরাফুল বয়াতী (২৩), রেজাউল গাজী ৩০) ও ছালাম হাওলাদার (৪০)। একই গ্রামের মৎস্য ব্যবসায়ি মহিম হাওলাদার তাদের সুন্দরবনে মাছ ধরতে পাঠিয়েছে বলে জানিয়েছে আটককৃতরা। আটকৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই বন কর্মকর্তা।

(এস/এসপি/জুন ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test