E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

উপজেলা নির্বাচন

বৃষ্টিও থামাতে পারছেনা প্রার্থীদের

২০২৪ মে ১৩ ১৯:১২:১৭
বৃষ্টিও থামাতে পারছেনা প্রার্থীদের

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : গত কয়েকদিনের বৈরি আবহাওয়ায় কখনও গুড়ি গুড়ি আবার কখনও মুষলধারের বৃষ্টি থামাতে পারছেনা জেলার মুলাদী, বাবুগঞ্জ, হিজলা, বানারীপাড়া, উজিরপুর, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করা চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান ও তাদের সমর্থকদের।

সদ্য সমাপ্ত প্রথমধাপের নির্বাচনের ন্যায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও নির্বাচন কমিশনের স্বচ্ছতায় অনেকটা স্বস্তি ফিরেছে অধিকাংশ প্রার্থীদের মাঝে। তবে এরমধ্যে কয়েকটি উপজেলার কতিপয় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ইতোমধ্যে প্রভাব বিস্তারসহ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একাধিক অভিযোগও উঠেছে। পাশাপাশি রয়েছে প্রতিদ্বন্ধী প্রার্থীদের বিরুদ্ধে পাল্টা পাল্টি অভিযোগ।

বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে দ্বিতীয়ধাপের নির্বাচনে নদীবেষ্টিত মুলাদী উপজেলা পরিষদের দোয়াত-কলম মার্কার চেয়ারম্যান প্রার্থী ও কেন্দ্রীয় যুবলীগের ক্লিনইমেজের সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দীন খসরু ও তার সমর্থকরা প্রচার-প্রচারনার পাশাপাশি দিন-রাত একাকার করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলছেন। দোয়াত-কলম মার্কার সমর্থনে প্রায় শতাধিক টিম পুরো উপজেলাজুড়ে গণসংযোগ, প্রচার-প্রচারনা ও উঠান বৈঠকের মাধ্যমে পরিবর্তনের পক্ষে গণজোয়ার তৈরি করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। চেয়ারম্যান প্রার্থী জহির উদ্দীন খসরু অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্ধী প্রার্থীর পক্ষে বহিরাগত চিহ্নিত সন্ত্রাসীরা নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন, তারপক্ষে গণজোয়ার দেখে প্রতিদ্বন্ধী প্রার্থী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র শুরু করেছে।

সরেজমিনে সাধারণ ভোটারদের সাথে আলাপকালে তারা বলেন, আমরা এবার পরিবর্তনের পক্ষে একজোট হয়ে মাঠে নেমেছি। সুষ্ঠভাবে ভোট দিতে পারলে দোয়াত-কলম মার্কা বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হবে। তারা আরও বলেন, নদীবেষ্টিত উপজেলা হওয়ায় মুলাদীর জনবিচ্ছিন্ন অনেক ইউনিয়নে বহিরাগত লোকজনের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। তারা একজন প্রার্থীর পক্ষালম্বন করে সাধারণ ভোটারদের বিভিন্নধরনের হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। তাই বহিরাগত ও বিশেষ ওই প্রার্থীর বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। গত কয়েকদিনের বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে প্রচার-প্রচারনা, গণসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত রেখেছেন দোয়াত-কলম মার্কার প্রার্থী জহির উদ্দীন খসরু। তার প্রতিটি উঠান বৈঠক জনসভায় রূপ নিচ্ছে। ওই উপজেলায় দোয়াত-কলম প্রতীকের সাথে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠুর আনারস মার্কার প্রতিদ্বন্ধীতা হওয়ার আভাস পাওয়া গেছে।

একইভাবে কয়েকদিনের বৃষ্টিকে উপেক্ষা করে দ্বিতীয়ধাপের হিজলা উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ি মাছ মার্কার চেয়ারম্যান প্রার্থী সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালীর একমাত্র ছেলে নজরুল ইসলাম রাজু ঢালী ও তার সমর্থকরা প্রচার-প্রচারনা, গণসংযোগ এবং উঠান বৈঠক অব্যাহত রেখে পুরো উপজেলাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।

বৃষ্টিকে উপেক্ষা করে বাবুগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান ফারজানা বিনতে ওহাব ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী মৌরিন আক্তার আশা আহম্মেদ ভোটারদের দ্বারে দ্বারে ভোট ভিক্ষার জন্য ছুটে চলেছেন। জেলার অন্যান্য উপজেলার প্রার্থীরাও তাদের প্রচার-প্রচারনা অব্যাহত রেখেছেন।

(টিবি/এসপি/মে ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test