E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধলেশ্বরী নদী থেকে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার 

২০২৪ মার্চ ০১ ১৮:৫৭:১৬
ধলেশ্বরী নদী থেকে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার 

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার পশ্চিম কামারগ্রাম এলাকার বাসিন্দা মোহাম্মদ কামাল হোসেনের (৪৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে মুন্সিগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত ধলেশ্বরী নদী থেকে। মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করেছে নৌ পুলিশ। নিহতের পরনে ছাই কালারের সেন্ড গেঞ্জি ও কালো প্যান্ট ছিল।

শুক্রবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ধলেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কামাল হোসেন (৪৫) সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মাদ আলী আবজালের পুত্র। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিলো না। চেহারাও ছিলো স্পষ্ট।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করিম এসব তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। স্থানীয় থানা-পুলিশের মাধ্যমে পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, লাশটি কাস্টমস কর্মকর্তা বোয়ালমারীর কামাল হোসেনের বলে শনাক্ত করা হয়েছে।

(কেএফ/এসপি/মার্চ ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test