E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মহম্মদপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ীর মৃত্যু

২০২৩ ডিসেম্বর ০১ ১৯:৩৬:১৪
মহম্মদপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ীর মৃত্যু

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরা মহম্মদপুরে রাজাপুর ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় গোবিন্দ সাহা (৭২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে তার মৃত্যু হয়।

উপজেলার রাজাপুর ইউপির রাজপাট গ্রামের প্রতিবেশী শক্তিনাথ সাহা,কৃষ্ণপদ সাহা ওরফে কেষ্ট গৌতম সাহা ও গোপাল সাহার সাথে জমিজমা নিয়ে তাদের সাথে বিরোধ চলে আসছিল।

গত ২৫ নভেম্বর রাতে রাজাপুর বাজারে গোবিন্দ সাহার ছোট ছেলে কৃষ্ণ সাহার মুদী দোকানে সহযোগিতা করছিলেন।

এসময় কৃষ্ণ পদ সাহা ওরফে কেষ্ট ও তার লোকজনের সাথে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে গোবিন্দ সাহার মাথায় আঘাত করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় গোবিন্দ সাহার মৃত্যু হয়।

অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি। এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(বিএসআর/এএস/ডিসেম্বর ০১, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test